পরিচ্ছদঃ ২৯.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৫৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৫৮
وَعَنْ نَافِعٍ قَالَ: إِنَّ عَبْدَ اللّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ: مَنْ صَلَّى الْمَغْرِبَ أَوِ الصُّبْحَ ثُمَّ أَدْرَكَهُمَا مَعَ الْإِمَامِ فَلَا يَعُدْ لَهُمَا. رَوَاهُ مَالِكٌ
নাফি‘ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) বলতেন, যে লোক মাগরিবের সলাত কি ফাজ্রের সলাত একা একা আদায় করে নিয়েছে। এরপর এ সলাতগুলোকে (অন্যত্র) ইমামকে জামা’আতে আদায় করা অবস্থায় পায় তাহলে সে এ সলাতকে পুনরায় আদায় করবে না। (মালিক) [১]
[১] সহীহ : মালিক ৪৩৯, মুসনাদে শাফি‘ঈ ১০৪৪।