পরিচ্ছদঃ ২৯.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৫৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৫৬
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللّهُ عَنْهُمَا: أَنَّ رَجُلًا سَأَلَه فَقَالَ: إِنِّي أُصَلِّىْ فِي بَيْتِىْ ثُمَّ أُدْرِكُ الصَّلَاةَ فِي الْمَسْجِدِ مَعَ الْإِمَامِ أَفَأُصَلِّىْ مَعَه؟ قَالَ لَه: نَعَمْ قَالَ الرَّجُلُ: أَيَّتَهُمَا أجْعَلُ صَلَاتىْ؟ قَالَ عُمَرَ: وَذلِكَ إِلَيْكَ؟ إِنَّمَا ذلِكَ إِلَى اللّهِ عَزَّ وَجَلَّ يَجْعَلُ أَيَّتَهُمَا شَاءَ. رَوَاهُ مَالِكٌ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, এক লোক তাঁকে প্রশ্ন করল। আমি আমার বাড়িতে সলাত আদায় করে নেই। এরপর মাসজিদে আসলে (মানুষদেরকে) ইমামের সঙ্গে সলাত আদায় করা অবস্থায় পাই। আমি কি (এ অবস্থায়) এ ইমামের পেছনে সলাত আদায় করতে পারি? ইবনু উমার বললেন হ্যাঁ, পারো। তারপর ঐ লোক আবার প্রশ্ন করল। তাহলে আমার (ফরয) সলাত কোনটি মনে করব? ইবনু উমার বললেন, এটা কি তোমার কাজ? এটা আল্লাহ তা'আলার কাজ। তিনি যে সলাতকে চাইবেন ফারয হিসেবে গ্রহণ করে নেবেন। (মালিক) [১]
[১] সহীহ : মালিক ৪৩৬।