পরিচ্ছদঃ ২৬.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১২৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১২৪
وَعَنْ سَلَامَةَ بِنْتِ الْحُرِّ قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لَا يَجِدُوْنَ إِمَامًا يُصَلِّىْ بِهِمْ» . رَوَاهُ أَحْمَد وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
সালামাহ্ বিনতুল হুর্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : ক্বিয়ামাতের নিদর্শনসমূহের একটি নিদর্শন হলো মাসজিদে হাযির সলাত আদায়কারীরা একে অন্যকে ঠেলিবে। তাদের সলাত আদায় করিয়ে দিতে পারবে এমন যোগ্য ইমাম তারা পাবে না। (আহমাদ, আবূ দাঊদ, ইবনু মাজাহ্) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫৮১, আহমাদ ২৭১৩৮, ইবনু মাজাহ্ ৯৮২, য‘ঈফ আল জামি‘ ১৯৮৭, আস্ সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৫৩৪৭। কারণ হাদীসের সানাদ বানী ফাযারাহ্ গোত্রের আযাদকৃত দাসী ত্বলহাহ্ (রাঃ) এবং ‘আক্বীলাহ্ উভয়ে মাজহূল রাবী যেমনটি ইমাম ওয়াক্বী ইবনুল বাররাহ্ হতে ইবনু হাজার বর্ণনা করেছেন।