পরিচ্ছদঃ ২৪.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১০৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১০৯
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ ﷺ صَلّى بِه وَبِأُمِّه أَوْ خَالَتِه قَالَ: فَأَقَامَنِىْ عَنْ يَمِينِه وَأَقَامَ الْمَرْأَةَ خَلْفَنَا. رَوَاهُ مُسْلِمٌ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে, তার মা ও খালাসহ সলাত আদায় করলেন। তিনি বলেন আমাকে তিনি তাঁর ডান পাশে দাঁড় করালেন। মহিলাদেরকে দাঁড় করালেন আমাদের পেছনে। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৬৬০।