পরিচ্ছদঃ ২৪.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১০৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১০৫
وَعَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ قَالَ: رَأَى رَسُولُ اللّهِ ﷺ رَجُلًا يُصَلِّىْ خَلْفَ الصَّفِّ وَحْدَه فَأَمَرَه أَنْ يُعِيدَ الصَّلَاةَ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ هذَا حَدِيثٌ حَسَنٌ
ওয়াবিসাহ্ ইবনু মা‘বাদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক লোককে কাতারের পেছনে একা দাঁড়িয়ে সলাত আদায় করতে দেখলেন। তিনি ওই লোককে আবার সলাত আদায় করার নির্দেশ দিলেন। (আহ্মাদ, তিরমিযী, আবূ দাঊদ; তিরমিযী বলেন – এ হাদীসটি হাসান।) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৬৮২, আত্ তিরমিযী ২৩১, ইবনু হিব্বান ২১৯৯, আহমাদ ১৮০০৫, ইরওয়া ৫৪১।