পরিচ্ছদঃ ২৩.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৫৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৫৮
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: إِذَا أُقِيْمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةَ . رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেনঃ সালতের ইক্বামাত দেয়া হলে তখন ফার্য সলাত ব্যতীত অন্য কোন সলাত নেই। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৭১০।