পরিচ্ছদঃ ২২.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৫০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৫০
وَعَنْ مُعَاوِيَةَ قَالَ: إِنَّكُمْ لَتُصَلُّوْنَ صَلَاةً لَقَدْ صَحِبْنَا رَسُولَ اللّهِ ﷺ فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهِمَا وَلَقَدْ نَهى عَنْهُمَا يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ. رَوَاهُ البُخَارِيُّ
মু‘আবিয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি মানুষদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা তো একটি সলাত আদায় করছ। আর আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সঙ্গ পেয়েছি। তবে আমরা তাঁকে এ দু’ রাক্‘আত সলাত আদায় করতে দেখিনি। বরং তিনি তো ‘আস্রের সমাপ্তির পরে এ দু’ রাক্‘আত সলাত আদায় করতে নিষেধ করেছেন। (বুখারী) [১]
1] সহীহ : বুখারী ৫৮৭।