পরিচ্ছদঃ ২২.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৪৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৪৬
وَعَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيِّ ﷺ نَهى عَنِ الصَّلَاةِ نِصْفَ النَّهَارِ حَتّى تَزُوْلَ الشَّمْسُ إِلَّا يَوْمَ الْجُمُعَةِ. رَوَاهُ الشَّافِعِيُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মহানাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দুপুরের সময় সলাত আদায় করতে নিষেধ করেছেন যে পর্যন্ত সূর্য ঢলে না পড়বে। একমাত্র জুমু‘আর দিন ব্যতীত। (শাফি‘ঈ) [১]
[১] য‘ঈফ : মুসনাদ আশ্ শাফি‘ঈ ৬৩ নং পৃঃ, য‘ঈফ আল জামি‘ ৬০৪৮। কারণ সানাদে ইব্রাহীম বিন মুহাম্মাদ এবং ইসহকব বিন ‘আবদুল্লাহ মাতরূক রাবী।