পরিচ্ছদঃ ২১.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৩৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৩৪
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ ﷺ لَمْ يَسْجُدْ فِىْ شَيْءٍ مِنَ الْمُفَصَّلِ مُنْذُ تَحَوَّلَ إِلَى الْمَدِيْنَةِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাদীনায় যাওয়ার পর মুফাস্সাল সূরার কোন সূরায় সাজদাহ্ করেননি। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৪০৩। কারণ এর সানাদে মাত্র আল ওয়ার্রাক্ব একজন অধিক ভুলকারী রাবী।