পরিচ্ছদঃ ২১.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০২৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০২৪
وَعَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: سَجَدْنَا مَعَ النَّبِيِّ ﷺ فِي: ﴿إِذَا السَّمَآءُ اَنْشَقَّتْ﴾ و ﴿اِقْرَأ بِاسْمِ رَبِّكَ﴾. رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সূরাহ্ ইনশিক্বাক্ব ও সূরাহ্ আল ‘আলাক্ব-এ সাজদাহ্ করেছি। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৫৭৮।