পরিচ্ছদঃ ১৯.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০০১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০০১
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ فَلَا يَمْسَحِ الْحَصى فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُه . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَه
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যখন সলাতে দাঁড়াবে সে যেন হাত দিয়ে পাথর ঘষে না উঠায়। কেননা রহ্মাত তার সম্মুখ দিয়ে আগমন করে। (আহমাদ, তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী, ইবনু মাজাহ) [১]
[১] দুর্বল : আবূ দাঊদ ৯৪৫, আত্ তিরমিযী ৩৭৯, নাসায়ী ১১৯১, ইবনু মাজাহ্ ১০২৭, আহমাদ ২১৩৩০, দারিমী ১৪২৮, য‘ঈফ আত্ তারগীব ২৯৫, য‘ঈফ আত্ জামি‘ ৬১৩। কারণ সানাদে আবুল আহওয়াস অপরিচিত বর্ণনাকারী যার নিকট থেকে তার ছাত্র যুহরী ছাড়া অন্য কেউ বর্ণনা করেননি।