৯/৪.
পূর্ব পশ্চিমের বায়ু প্রসঙ্গে।
আল লু'লু ওয়াল মারজান : ৫১৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫১৯
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نُصِرْتُ بِالصَّبَا وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমাকে পূবালী হাওয়া দিয়ে সাহায্য করা হয়েছে। আর ‘আদজাতিকে পশ্চিমা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে। (বুখারী পর্ব ১৫ : /২৬ হাঃ ১০৩৫, মুসলিম ৯/৪, হাঃ ৯০০)