৭/৯.
সূর্য ঢলে যাওয়ার সাথে সাথেই জুমু‘আহ্র সলাতের সময়।
আল লু'লু ওয়াল মারজান : ৪৯৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৯৮
حديث سَلَمَةَ بْنِ الأَكْوَعِ قَالَ: كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُمُعَةَ ثُمَّ نَنْصَرِفُ وَلَيْسَ لِلْحِيطَانِ ظِلٌّ نَسْتَظِلُّ فِيهِ
ইয়াস ইবনু সালামাহ ইবনু আকওয়া‘ (রহ.) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে জুমু‘আহ্র সলাত আদায় করে যখন বাড়ি ফিরতাম তখনও প্রাচীরের ছায়া পড়ত না, যে ছায়ায় আশ্রয় নেয়া যেতে পারে। (বুখারী পর্ব ৬৪ : /৩৫ হাঃ ৪১৬৮, মুসলিম ৭/৯, হাঃ ৮৬০)