৭/৯.
সূর্য ঢলে যাওয়ার সাথে সাথেই জুমু‘আহ্র সলাতের সময়।
আল লু'লু ওয়াল মারজান : ৪৯৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৯৭
حديث سَهْلٍ، قَالَ: مَا كُنَّا نَقِيلُ وَلاَ نَتَغَدَّى إِلاَّ بَعْدَ الْجُمُعَةِ
সাহল ইবনু সা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আরো বলেছেন, জুমু‘আহ (সালাতের) পরই আমরা কায়লূলা (দুপুরের শয়ন ও হাল্কা নিদ্রা) এবং দুপুরের আহার্য গ্রহণ করতাম। (বুখারী পর্ব ১১ : /৪০ হাঃ ৯৩৯, মুসলিম ৭/৯, হাঃ ৮৫৯)