৪/৪৯.
সলাত আদায়কারীর সুতরার কাছাকাছি দাঁড়ানো।
আল লু'লু ওয়াল মারজান : ২৮৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৮৬
حديث سَلَمَةَ، قَالَ: كَانَ جِدَارُ الْمَسْجِدِ عِنْدَ الْمِنْبَرِ مَا كَادَتِ الشَّاةُ تَجُوزُهَا
সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
সালামা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ মাসজিদের দেয়াল ছিল মিম্বারের এত নিকট যে, মাঝখান দিয়ে একটা বকরীরও চলাচল কঠিন ছিল। (বুখারী পর্ব ৮ : /৯১ হাঃ ৪৯৭, মুসলিম ৪/৪৯, হাঃ ৫০৯)