৪/৪৯.
সলাত আদায়কারীর সুতরার কাছাকাছি দাঁড়ানো।
আল লু'লু ওয়াল মারজান : ২৮৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৮৫
حديث سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: كَانَ بَيْنَ مُصَلَّي رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ
সাহল ইব্নু সা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
সাহল ইব্নু সা‘দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সলাতের স্থান ও দেয়ালের মাঝখানে একটা বকরী চলার মত ব্যবধান ছিল। (বুখারী পর্ব ৮ : /৯১ হাঃ ৪৯৬, মুসলিম ৪/৪৯, হাঃ ৫০৮)