পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৮৬
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৮৬
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
প্লেগ (উদরাময়) তোমাদের ভাই জিনদের এক অংশ।হাদীসটির এ বাক্যে কোন ভিত্তি নেই। হাদীসটি ইবনুল আসীর “আন-নেহায়া” গ্রন্থে’’ (আরবী) মূলের মধ্যে উল্লেখ করেছেন।আমি (আলবানী) বলছিঃ হাদীসটি ইমাম আহমাদ “মুসনাদ” গ্রন্থে (৪/৩৯৫, ৪১৩, ৪১৭), তাবারানী “মু’জামুস সাগীর” গ্রন্থে (পৃঃ ১৭) এবং হাকিম (১/৫০) আবূ মূসা আল-আশ’য়ারী হতে নিম্নের ভাষায় মারফূ’ হিসাবে বর্ণনা করেছেনঃ(আরবি) অর্থঃ প্লেগ (উদরাময়) তোমাদের দুশমন জিনদের এক অংশ।হাকিম এটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন এবং যাহাবী তা সমর্থন করেছেন।আমি (আলবানী) বলছিঃ এ ভাষায় হাদীসটি সহীহ। তবে মুসলিমের শর্তানুযায়ী এ কথাটি সঠিক নয়।মোটকথা হাদীসটি “...(আরবী)” এ শব্দে সহীহ, (আরবী) শব্দে সহীহ নয়।তবে “(আরবী)” এ শব্দে সহীহ, যেটি ইমাম মুসলিম ও অন্যরা বর্ণনা করেছেন। দেখুন “নাইলুল আওতার”। সম্ভবত কারো নিকট একটি অন্যটির সাথে গোলমাল হয়ে গেছে।