পরিচ্ছেদ ১০.
বিবাহের ঘোষণা দেওয়া আবশ্যক
বুলুগুল মারাম : ৯৮১
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৮১
وَعَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ; أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ:«أَعْلِنُوا النِّكَاحَ» رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ
'আমির বিন আবদুল্লাহ বিন যুবাইর হতে বর্ণিতঃ
তিনি তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বিবাহ সংবাদকে ছড়িয়ে দাও। -হাকিম একে সহীহ বলেছেন। [১০৭৪]
[১০৭৪] হাকিম ২৮৩. আহমাদ ১৫৬৯৭ শু'আইৰ আরনাউত হাদীসটিকে হাসান লিগাইরী বলেছেন।