পরিচ্ছেদ ০৯.
কি দ্বারা বিবাহ সংঘটিত হয়?
বুলুগুল মারাম : ৯৮০
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৮০
وَلِأَبِي دَاوُدَ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «مَا تَحْفَظُ» ? قَالَ: سُورَةَ الْبَقَرَةِ، وَالَّتِي تَلِيهَا، قَالَ: «قُمْ. فَعَلِّمْهَا عِشْرِينَ آيَةً»
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকটিকে বললেন, তোমার কি (কুরআনের কিছু) মুখস্থ আছে? সে বললো, সূরা বাকারাহ ও তার পরের সূরা (আল ইমরান)। তিনি বললেন, ওঠ! তাকে বিশটি আয়াত (মোহরানার বিনিময়ে) শিখিয়ে দাও। [১০৭৩]
[১০৭৩] বুখারী ২৩১১, ৫০২৯, ৫০৩০, ৫০৮৭, ৫১২১. মুসলিম ১৪২৫, তিরমিয়ী ১১১৪. আবু দাউদ ২১১১, নাসায়ী ৩২০০, ৩৩৫৯, ইবনু মাজাহ ১৮৮৯, আহমাদ ২২২৯২, ২২৩৪৩, মুওয়াত্তা মালেক ১১১৮, দারেমী ২২০১। ইবনু উসাইমীন তাঁর শরূহে বুলুগুল মারাম ৪/৪৬৮ গ্রন্থে বলেন, (আরবী) বাক্যটি মাহফুয নয়। শাইখ আলবানী ইরওয়াউল গালীল ৬/৩৪৬ গ্রন্থে বলেন, এই অতিরিক্তটুকু মুনকার।