পরিচ্ছেদঃ
ঈদগাহ থেকে (বাড়িতে) প্রত্যাবর্তন করার পর দু’ রাক‘আত নফল পড়া বৈধ
বুলুগুল মারাম : ৪৯৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৯৩
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - لَا يُصَلِّي قَبْلَ الْعِيدِ شَيْئًا، فَإِذَا رَجَعَ إِلَى مَنْزِلِهِ صَلَّى رَكْعَتَيْنِ. رَوَاهُ ابْنُ مَاجَهْ بِإِسْنَادٍ حَسَنٍ
আবূ সা‘ঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদের সলাতের আগে কোন সলাত আদায় করতেন না। তবে তিনি তাঁর বাড়িতে ফিরে আসার পর দু’ রাক‘আত সলাত আদায় করতেন। -ইবনু মাজাহ হাসান সানাদে। [৫২৯]
[৫২৯] ইবনু মাজাহ ১২৯৩, আহমাদ ১০৮৪২, ১০৯৬২।