পরিচ্ছেদঃ
খুতবা সংক্ষিপ্ত ও সলাত লম্বা করা মুস্তাহাব
বুলুগুল মারাম : ৪৫২
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৫২
وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ، وَقِصَرَ خُطْبَتِهِ مَئِنَّةٌ مِنْ فِقْهِهِ» رَوَاهُ مُسْلِمٌ
আম্মার বিন ইয়াসির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: “জুম’আহর সলাত লম্বা করা ও খুতবাহ সংক্ষিপ্ত করা বুদ্ধিমত্তার পরিচায়ক”। [৪৯০]
[৪৯০] মুসলিম ৮৬৯, আহমাদ ১৭৮৫৩, ১৮৪১০, দারেমী ১৫৫৬, (আরবী) শব্দের অর্থ: আলামত ও দলীল। হাদীসের ভাবার্থ হচ্ছে: একজন বক্তার মেধা বা প্রজ্ঞা জানা যায় তার জুমু’আর নামায লম্বা করা ও খুতবা সংক্ষেপ করা থেকে।