পরিচ্ছেদঃ
সফরে সলাত ক্বসর করার বিধান
বুলুগুল মারাম : ৪৩০
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৩০
زَادَ أَحْمَدُ: إِلَّا الْمَغْرِبَ فَإِنَّهَا وِتْرُ النَّهَارِ، وَإِلَّا الصُّبْحَ، فَإِنَّهَا تَطُولُ فِيهَا الْقِرَاءَةُ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
ইমাম আহমাদ বৃদ্ধি করেছেনঃ “মাগরিবের সলাত ব্যতীত কেননা সেটা দিনের সলাতের বিত্র (বিজোড়), আর সকালের (ফজরের) সলাত ব্যতীত কেননা তাতে কিরাআত লম্বা হয়”।