পরিচ্ছেদঃ
ফজর সলাতের পর বিতর পড়া শরীয়তসম্মত নয়
বুলুগুল মারাম : ৩৮৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৮৭
وَلابْنِ حِبَّانَ: «مَنْ أَدْرَكَ الصُّبْحَ وَلَمْ يُوتِرْ فَلَا وِتْرَ لَهُ»
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
ইবনু হিব্বানে রয়েছে- যে ব্যক্তি বিতর সালাত আদায় করল না অথচ সকাল করে ফেলল, তার বিতর সালাত নাই। [৪২৮]
[৪২৮] ইবনু হিব্বান ২৪০৮