পরিচ্ছেদঃ
ফজর সলাতের পর বিতর পড়া শরীয়তসম্মত নয়
বুলুগুল মারাম : ৩৮৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৮৬
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «أَوْتِرُوا قَبْلَ أَنْ تُصْبِحُوا» رَوَاهُ مُسْلِمٌ
আবূ সা’ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-সকাল (ফায্র) করার পূর্বেই তোমরা বিতর সালাত আদায় করো। [৪২৭]
[৪২৭] মুসলিম ৭৫৪। উক্ত হাদীসের বর্ণনাকারী হলেন, আবূ সাঈদ খুদরী (রাঃ) আর তা সহীহ হাদীস।