পরিচ্ছেদঃ
যে বিতর সলাত পড়ে না তার বিধান
বুলুগুল মারাম : ৩৭৫
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৭৫
وَلَهُ شَاهِدٌ ضَعِيفٌ عَنْ أَبِي هُرَيْرَةَ عِنْدَ أَحْمَدَ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
দূর্বল হাদীসটি রয়েছে সেটি উপরোক্ত হাদীসের সমার্থক বা শাহিদ । [৪১৬]
[৪১৬] উক্ত হাদিসটিও দূর্বল । আহমাদ (২/৪৪৩) ইমাম আহমাদ তা বর্ণনা করেছেন হাদীসের শব্দ হচ্ছে [আরবী] যে বিতর না পড়বে সে আমাদের দলভুক্ত নয় । (অর্থাৎ আমাদের অনুসারী নয়)