পরিচ্ছেদঃ

যে বিতর সলাত পড়ে না তার বিধান

বুলুগুল মারামহাদিস নম্বর ৩৭৪

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «الْوِتْرُ حَقٌّ، فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا» أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِسَنَد لَيِّنٍ، وَصَحَّحَهُ الْحَاكِمُ

‘আব্দুল্লাহ বিন বুরাইদা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন – বিতর সলাত জরুরী বা অবধারিত । অতএব যে তা আদায় না করবে সে আমাদের দলভুক্ত নয় (অর্থাৎ আমাদের অনুসারী নয়)। আবূ দাঊদ দূর্বল সানাদে; হাকীম একে সহীহ বলেছেন । [৪১৫]

[৪১৫] আবূ দাঊদ ১৪১৯, আহমাদ ২২৫১০ । আল বানী আত তারগীব ৩৪০, তাখরীজ মিশকাত ১২৩০ গ্রন্থদ্বয়ে হাদীসটিকে দূর্বল বলেছেন । মুনযীরি বলেন, এর সনদে ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ আবুল মুনীর রয়েছে । ইমাম যাহাবী তানকিহুত তাহকীক (১/২১১) গ্রন্হে তাকে লীন হিসেবে উল্লেখ করেছেন । ফাতাহুল বারী (২/৫৬৫) গ্রন্হে ইবনু হাজার উক্ত রাবীকে দূর্বল আখ্যায়িত করেছেন । পক্ষান্তরে উমদাতুল কারী শারহে সহীহুল বুখারী ৭/১৬ গ্রন্হে আল্লামা আয়নী জামেউস স্বগীর (৯৬৬৩) গ্রন্হে ইমাম সুয়ুতী হাদিসটিকে সহীহ বলেছেন । সুনানুল কুবরা (২/৪৭০) গ্রন্হে ইমাম বায়হাকী বলেন ইবনে মুয়ীন ওবাইদুল্লাহকে বিশ্বস্ত হিসেবে অবহিত করেছেন। ইমাম বুখারী বলেন সে মুনকার হাদীস বর্ণনা কারী। ইবনু আদী বলেন তার মধ্যে কোন সমস্যা নেই।

সেটিংস

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন