পরিচ্ছেদ ১০৯.
বসে সালাত আদায়ের বিবরণ
বুলুগুল মারাম : ৩০১
বুলুগুল মারামহাদিস নম্বর ৩০১
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يُصَلِّي مُتَرَبِّعًا. رَوَاهُ النَّسَائِيُّ، وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে চার জানুর উপর বসে (অসুস্হাবস্হায়) সালাত আদায় করতে দেখেছি। ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন। [৩৩৮]
[৩৩৮] নাসায়ী ১৬৬১, সহীহ ইবনু খুযাইমাহ ১২৩৮। ইমাম নাসায়ী উক্ত হাদীসটিকে দূর্বল হিসেবে আখ্যায়িত করে বলেন, আবূ দাউদ আল হায়সামী ব্যতীত অন্য কেউ এ হাদীসটি বর্ণনা করেছেন বলে আমার জানা নেই, যদিও তিনি বিশ্বস্ত। আর আমি এ হাদিসটিকে সহীহ মনে করছি না। আর আল্লাহ তায়ালাই ভাল জানেন। প্রকৃতপক্ষে এটা ইমাম নাসায়ীর ধারণা বৈ কিছুই নয়। আর প্রকৃত সত্যের মুকাবালায় অনুমান কোন কাজে আসে না। তাই হাদিসটি সঠিকটার উপরই বহাল থাকবে যতক্ষণ এর দূর্বলতার কারণ না জানা যায়।