পরিচ্ছেদ ১০৮.
রুকু‘ ও সাজদায় দু’হাতের আঙ্গুল সমূহের অবস্হা
বুলুগুল মারাম : ৩০০
বুলুগুল মারামহাদিস নম্বর ৩০০
وَعَنْ وَائِلِ بْنِ حُجْرٍ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ إِذَا رَكَعَ فَرَّجَ بَيْنَ أَصَابِعِهِ، وَإِذَا سَجَدَ ضَمَّ أَصَابِعَهُ. رَوَاهُ الْحَاكِمُ
ওয়ায়িল বিন হুজর (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রুকু’ করার সময় আঙ্গুলগুলো (হাঁটুর ঊপর) ফাঁক-ফাঁক করে রাখতেন, আর যখন সাজদাহতে যেতেন তখন তাঁর আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখতেন। [৩৩৭]
[৩৩৭] হাকিম ১ম খন্ড ২২৪ পৃঃ, ২২৭, মুসলিম এই শর্তে সহীহ বলেছেন।