পরিচ্ছেদ ০৬.
রসিকতা করে তালাক দেওয়ার বিধান
বুলুগুল মারাম : ১০৭৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৭৭
وَلِلْحَارِثِ ابْنِ أَبِي أُسَامَةَ: مِنْ حَدِيثِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَفَعَهُ: «لَا يَجُوزُ اللَّعِبُ فِي ثَلَاثٍ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالْعِتَاقُ، فَمَنْ قَالَهُنَّ فَقَدَ وَجَبْنَ» وَسَنَدُهُ ضَعِيفٌ (1).
উবাদাহ ইবনু সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
মারফু' সূত্রে হারিস ইবনু আবি উসামাহ হতে বর্ণিত হয়েছে; তিনটি ব্যাপারে খেল-তামাশা চলে না। তালাক, বিবাহ ও দাসমুক্তিতে। এ সম্বন্ধে যে কথা বলবে তার উপর তা সাব্যস্ত হয়ে যাবে। এর সানাদ দুর্বল। [১১৭৭]
[১১৭৭] ইবনু হাজার আসকালানী তার আত-তালখীসুল হাবীর (৪/১২৪৯) গ্রন্থে হাদীসটিকে মুনকাতি বলেছেন। শায়খ আলবানী তাঁর ইরওয়াউল গালীল (৬/২২৬) গ্রন্থে এর সনদকে দুর্বল বলেছেন। ইমাম সন'আনী তার সুবুলুস সালাম (৩/২৭৫) গ্রন্থে বলেন, এর মধ্যে ইবনু লহিয়্যা ও এর মধ্যে ইনকিতা রয়েছে। ইমাম শওকানী তার নাইলুল আওত্বার (৭/২১) গ্রন্থেও এর সনদে ইনকিতা।