পরিচ্ছেদ ০৬.
রসিকতা করে তালাক দেওয়ার বিধান
বুলুগুল মারাম : ১০৭৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৭৬
وَفِي رِوَايَةٍ لِابْنِ عَدِيٍّ مِنْ وَجْهٍ آخَرَ ضَعِيفٍ: «الطَّلَاقُ، وَالْعِتَاقُ، وَالنِّكَاحُ» (1).
ইবনু আদীর হতে বর্ণিতঃ
একটি দুর্বল বর্ণনায় আছে- (ঐ তিনটি হচ্ছে) তালাক, দাসমুক্তি ও বিবাহ। [১১৭৬]
[১১৭৬] ইবনু আদী তাঁর আল কামিল ফিয যু'আফা (৭/১০৯) গ্রন্থে হাদীসটির মতনকে মুনকার বলেছেন। ইবনুল কীসরানী তাঁর দাখীরাতুল হফফায (২/১১৮১) গ্রন্থে বলেন, এর সনদে গালিব আল জাযরী রয়েছে সে বিশ্বস্ত নয়। শায়খ আলবানী তার ইরওয়াউল গালীল (৬/২২৫) গ্রন্থে গালিব বিন আবদুল্লাহ আল জাযরীকে অত্যন্ত দুর্বল সাব্যস্ত করেছেন।