পরিচ্ছেদ ০৩.
বৈবাহিক সম্পর্ক স্থাপনে পেশা বিবেচ্য বিষয় নয়
বুলুগুল মারাম : ১০০৫
বুলুগুল মারামহাদিস নম্বর ১০০৫
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «يَا بَنِي بَيَاضَةَ، أَنْكِحُوا أَبَا هِنْدٍ، وَانْكِحُوا إِلَيْهِ» وَكَانَ حَجَّامًا. رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالْحَاكِمُ بِسَنَدٍ جَيِّدٍ (1).
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, হে বনি বায়াযাহ, তোমরা আবু হিন্দের বিবাহ দিয়ে দাও আর তার সঙ্গে বিবাহের সম্পর্ক কায়িম কর। আবু হিন্দ পেশায় হাজ্জাম ছিলেন- আবু দাউদ ও হাকিম হাসান সানাদে। [১০৯৮]
[১০৯৮] আবু দাউদ ২১০২,৩৮৫৭, ইবন মাজাহ ৩৪৭৬. আহমাদ ৮৩০৮।