পরিচ্ছেদ ০২.
বৈবাহিক সম্পর্ক স্থাপনে বংশ কোন বিবেচ্য বিষয় নয়
বুলুগুল মারাম : ১০০৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১০০৪
فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ; أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ لَهَا: «انْكِحِي أُسَامَةَ» رَوَاهُ مُسْلِمٌ (1).
ফাতিমাহ বিনতু কায়স (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বলেছেন, উসামাহ বিন যায়দকে বিবাহ কর। [১০৯৭]
[১০৯৭] মুসলিম ১৪৮০, তিরমিয়ী ১১৩৫, ১১৮০, নাসায়ী ৩২২২,৩২৩৭.৩২৪৪, আর দাউদ ২২৮৪, ২২৮৮,২২৮৯, ইবনু মাজাহ ১৮৬৯,২০২৪,২০৩৫, আহমাদ ২৬৫৬০,২৬৭৭৫, মালেক ১২৩৪, দারেমী ২১৭৭,২২৭৪।