পরিচ্ছদঃ ১২.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৪৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৪৭
وَعَنْ عَائِشَةَ قالت إِنَّ رَسُولَ اللهِ ﷺ صَلَّى الْمَغْرِبَ بِسُورَةِ ا﴿لْأَعْرَافِ﴾ فَرَّقَهَا فِي رَكْعَتَيْنِ. رَوَاهُ النِّسَآئِىُّ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূরাহ্ আ’রাফ দু’ভাগে ভাগ করে মাগরিবের সলাতের দু’ রাক্’আতে তিলাওয়াত করলেন। [১]
[১] সহীহ : বুখারী ১/১৯৭, নাসায়ী ৯৯১, আবূ দাঊদ ৮১২।