পরিচ্ছদঃ ১০.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮০৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮০৮
وَعَنْ عَلِيِّ بْنِ الحُسَيْنِ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ يُكَبِّرُ فِي الصَّلَاةِ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ فَلَمْ تَزَلْ تِلْكَ صَلَاتُه حَتّى لَقِيَ اللّهَ. رَوَاهُ مالك
আলী ইবনু হুসায়ন (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাতে রুকু’ ও সাজদায় এবং মাথা ঝুঁকাতে ও উঠাতে তাকবীর বলতেন। আর তিনি আল্লাহর সাথে মিলিত হবার আগ পর্যন্ত সব সময় এভাবে সলাত আদায় করেছেন। [১]
[১] সহীহ মুরসাল : মুয়াত্ত্বা মালিক ১৬৪, নাসায়ী ১১৫৫। আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে নাসায়ীতে এর হাদীসের একটি শাহিদ রিওয়ায়াত রয়েছে।