পরিচ্ছদঃ ৯.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৭৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৭৭
وَعَنْ اَبِىْ سَعِيْدٍ قَالَ قَالَ رَسُوْلُ الله ﷺ إِذَا صَلّى أَحَدُكُمْ إِلى شَيْءٍ يَسْتُرُه مِنْ النَّاسِ فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْهُ فَإِنْ أَبى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ. هذَا لَفْظُ الْبُخَارِيِّ وَلمُسْلِم مَعْنَاهُ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন কেউ কিছুর আড়াল দিয়ে সলাত শুরু করে, আর কেউ আড়ালের ভিতর দিয়ে চলাচল করতে চায় তাকে বাধা দিবে। সে বাধা অমান্য করলে তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। কারণ চলাচলকারী (মানুষের আকৃতিতে) শায়ত্বান। এ বর্ণনাটি বুখারীর। মুসলিমেও এ মর্মে বর্ণনা আছে। [১]
[১] সহীহ : বুখারী ৫০৯, মুসলিম ৫০৫, আবূ দাঊদ ৭০০, আহমাদ ১১০৭, দারেমী ১৪৫১, সহীহ আল জামি‘ ৬৩৮।