পরিচ্ছদঃ ১২.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫৬
وَعَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ إِذَا حِضْتُ نَزَلْتُ عَنِ الْمِثَالِ عَلَى الْحَصِيْرِ فَلَمْ يَقْرُبْ رَسُوْلُ اللهِ ﷺ وَلَمْ نَدْنُ مِنْهُ حَتّى نَطْهُرَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, যখন আমি ঋতুবতী হতাম, বিছানা হতে সরে চাটাইতে নেমে আসতাম। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের কাছে আসতেন না এবং আমরাও (বিবিগনও) পাক-পবিত্র না হওয়া পর্যন্ত তাঁর কছে যেতাম না (মেলামেশা করতাম না)। [১]
[১] মুনকার : আবূ দাঊদ ২৭১।