পরিচ্ছদঃ ১.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৪
قَالَ إنَّ رَسُولَ اللهِ ﷺ أَكَلَ كَتِفَ شَاةٍ ثُمَّ صَلّى وَلَمْ يَتَوَضَّأْ. مُتَّفَقٌ عَلَيْهِ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বকরীর রানের (পাকানো) গোশ্ত খেয়ে সলাত আদায় করলেন কিন্তু উযূ করেননি। [১]
[১] সহীহ : বুখারী ২০৭, মুসলিম ৩৫৪।