পরিচ্ছদঃ ১৫.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৫১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৫১
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: اٰخِرُ قَرْيَةٍ مِنْ قُرَى الْإِسْلَامِ خَرَابًا الْمَدِينَةُ. رَوَاهُ التِّرْمِذِىُّ وَقَالَ: هٰذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (ক্বিয়ামাতের সন্নিকটবর্তী সময়ে) ইসলামী জনপদসমূহের মধ্যে সর্বশেষে ধ্বংস হবে মাদীনাহ্। (তিরমিযী; তিনি বলেছেন, হাদীসটি হাসান গরীব)[১]
[১] য‘ঈফ : তিরমিযী ৩৯১৯, য‘ঈফাহ্ ১৩০০, য‘ঈফ আল জামি‘ ৪। কারণ এর সনদে জুনাদাহ্ ইবনু সুলাই একজন দুর্বল রাবী।