পরিচ্ছদঃ ৮.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৬৪৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৬৪৭
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ لِىْ مُعَاوِيَةُ: إِنِّىْ قَصَّرْتُ مِنْ رَأْسِ النَّبِىِّ ﷺ عِنْدَ الْمَرْوَةِ بِمِشْقَصٍ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, মু‘আবিয়াহ্ (রাঃ) আমাকে বলেছেন, আমি মারওয়ার কাছে কাঁচি দিয়ে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথার চুল ছেঁটেছি। (বুখারী ও মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৭৩০, মুসলিম ১২৪৬, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৯৪।