পরিচ্ছদঃ
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৫২৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৫২৫
وَرَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ عَنْ عُمَرَ إِلٰى قَوْلِه خُبْثَ الْحَدِيْدِ
আহমাদ ও ইবনু মাজাহ ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
হতে ‘‘লোহার ময়লা’’ পর্যন্ত বর্ণনা করেছেন।[১]
[১] সহীহ : ইবনু মাজাহ ২৮৮৭, আহমাদ ১৬৭, শু‘আবুল ঈমান ৩৮০১, সহীহাহ্ ১২০০, সহীহ আল জামি‘ ২৮৯৯।