পরিচ্ছদঃ ৭.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৫০৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৫০৪
وَعَنْ عُمَرَ قَالَ: عَلَّمَنِىْ رَسُوْلُ اللّٰهِ ﷺ قَالَ: «قُلْ: اَللّٰهُمَّ اجْعَلْ سَرِيرَتِىْ خَيْرًا مِنْ عَلَانِيَتِىْ وَاجْعَلْ عَلَانِيَتِىْ صَالِحَةً اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ مِنْ صَالِحِ مَا تُؤْتِى النَّاسَ مِنَ الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ غَيْرِ الضَّالِّ وَلَا الْمُضِلِّ». رَوَاهُ التِّرْمِذِىُّ
উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এ দু‘আটি শিখিয়েছেন, তিনি বলেছেনঃ তুমি বল,‘‘আল্ল-হুম্মাজ্‘আল সারীরতী খয়রান মিন্ ‘আলা-নিয়াতী ওয়াজ্‘আল ‘আলা-নিয়াতী স-লিহাতান, আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা মিন্ স-লিহি মা- তু’তিন্না-সা মিনাল আহলি ওয়াল মা-লি ওয়াল ওয়ালাদি গয়রিয্ য-ল্লি ওয়ালা-ল মুযিল্লি’’(অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমার ভিতরকে বাহির হতে উত্তম করো এবং আমার বাহিরকে মার্জিত করো। হে আল্লাহ! আমি তোমার কাছে ভালো চাই যা তুমি মানুষকে দিয়েছো- পরিবার-পরিজন, ধন-সম্পদ, সন্তান-সন্ততি, যারা পথভ্রষ্ট বা পথভ্রষ্টকারী নয়।) (তিরমিযী)[১]
[১] য‘ঈফ : তিরমিযী ৩৫৮৬, ইবনু আবী শায়বাহ্ ২৯৮২৪, য‘ঈফ আল জামি‘ ৪০৯৭। কারণ ‘আবদুর বিন ইসহাকব আল কূফী একজন দুর্বল রাবী।