পরিচ্ছদঃ ৫.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৪৩৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৪৩৬
وَعَنْ عَبْدِ اللّٰهِ الْخَطْمِىِّ قَالَ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ إِذَا أَرَادَ أَنْ يَسْتَوْدِعَ الْجَيْشَ قَالَ: «أَسْتَوْدِعُ اللّٰهَ دِينَكُمْ وَأَمَانَتَكُمْ وَخَوَاتِيْمَ أَعْمَالَكُمْ». رَوَاهُ أَبُو دَاوُدَ
‘আবদুল্লাহ আল খত্বমী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনীকে বিদায় দেবার সময় বলতেন, ‘‘আস্তাও দি‘উল্ল-হা দীনাকুম ওয়া আমা-নাতাকুম ওয়া খওয়া-তীমা আ‘মা-লিকুম’’ (অর্থাৎ- তোমাদের দীন, তোমাদের আমানাত ও তোমাদের শেষ আ‘মাল আল্লাহর হাতে সমর্পণ করলাম)। (আবূ দাঊদ)[১]
[১] সহীহ : আবূ দাঊদ ২৬০১, সহীহাহ্ ১৬০৫, সহীহ আল জামি‘ ৪৬৫৭।