পরিচ্ছদঃ ৫.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৪৩০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৪৩০
وَرَوَاهُ ابْنُ مَاجَهْ عَنِ ابْنِ عُمَرَ. وَقَالَ التِّرْمِذِىُّ هٰذَا حَدِيثٌ غَرِيبٌ وَعَمْرُو بْنُ دِينَارٍ الرَّاوِىْ لَيْسَ بِالْقَوِىُّ
ইবনু মাজাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইমাম তিরমিযী বলেনঃ হাদীসটি গরীব এবং তার রাবী ‘আমর ইবনু দীনার সবল নয়।[১]
[১] সহীহ : ইবনু মাজাহ ৩৮৯২, মু‘জামুল আওসাত লিত্ব ত্ববারানী ৫৩২৪।