পরিচ্ছদঃ ২.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৩৪০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৩৪০
وَعَنْ أَبِىْ بَكْرٍ الصِّدِّيقِ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِ ﷺ: «مَا أَصَرَّ مَنِ اسْتَغْفَرَ وَإِنْ عَادَ فِى الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً». رَوَاهُ التِّرْمِذِىُّ وَأَبُو دَاوُدَ
আবূ বাকর সিদ্দীক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দিনে সত্তরবার করে একই গুনাহ করার পরও আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে, (ক্ষমা চাওয়ার কারণে) সে যেন প্রকৃতপক্ষে গুনাহ বার বার করেনি। (তিরমিযী ও আবূ দাঊদ)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৫১৪, তিরমিযী ৩৫৫৯, আদ্ দা‘ওয়াতুল কাবীর ১৬৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০৭৬৫, য‘ঈফাহ্ ৪৪৭৪, য‘ঈফ আল জামি‘ ৫০০৪। কারণ এর সানাদে মাওলা একজন অপরিচিত রাবী।