পরিচ্ছদঃ
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২২৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২২৯
وَرَوَاهُ اَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُوْ دَاوٗدَ وَابْنُ مَاجَةَ وَالدَّارِمِيُّ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ اِلَّا أَنَّ التِّرْمِذِيُّ وَأَبَا دَاوٗدَ لَمْ يَذْكُرَا ثَلَاثٌ لَّا يَغِلُّ عَلَيْهِنَّ إِلى اخِرِه
যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
আহমাদ, তিরমিযী ও আবূ দাউদ হাদীসটি যায়দ ইবনু সাবিত (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তবে তিরমিযী ও আবূ দাউদ (আরবী) হতে শেষ পর্যন্ত বর্ণনা করেননি । [১]
[১] সহীহ : ইমাম আহমাদ ১২৯৩৭, ২১০৮০; তিরমিযী ২৬৫৮, আবূ দাঊদ, ইবনু মাজাহ ৩০৫৬, দারিমী ২২৭।