পরিচ্ছদঃ
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২২৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২২৬
وَرَوَاهُ ابْنُ مَاجَةَ عَنِ ابْنِ عُمَرَ
ইবনু মাজাহ হতে বর্ণিতঃ
এ হাদীসটি ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণনা করেছেন।[১]
[১] য‘ঈফ : ইবনু মাজাহ্ ২৫৩। ইবনু মাজাহ্-এর রিওয়ায়াতটি য‘ঈফ। মুনযিরী সেদিকেই ইঙ্গিত করেছেন। কারণ এর সানাদে হাম্মাদ এবং আবূ কার্ব নামে একজন দুর্বল রাবী রয়েছে।