পরিচ্ছদঃ
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২১৮০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২১৮০
وَعَنْ عَلِىٍّ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَقُوْلُ: لِكُلِّ شَىْءٍ عَرُوْسٌ وَعَرُوْسُ الْقُرْاٰن ِالرَّحْمٰنُ. رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيمَانِ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, প্রত্যেকটি জিনিসের সৌন্দর্য আছে। কুরআনের সৌন্দর্য সূরা আর্ রহমান। (ইমাম বায়হাক্বী শু‘আবূল ঈমান-এ বর্ণনা করেছেন)[১]
[১] মাওযূ‘ : শু‘আবূল ঈমান ২২৬৫, য‘ঈফাহ্ ১৩৫০, য‘ঈফ আল জামি‘ ৪৭২৯। কারণ এর সানাদে আহমাদ ইবনু আল হাসান মুনকারূল হাদীস , আবূ ‘আবদুর রহমান আস্ সুলামী খুবই দুর্বল এবং ‘আলী ইবনুল হুসায়ন একজন মিথ্যুক রাবী ।