পরিচ্ছদঃ ৯.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২১০৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২১০৮
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ قَالَ فِى الْمُعْتَكَفِ: «هُوَ يَعْتَكِفُ الذُّنُوبَ وَيُجْزٰى لَه مِنَ الْحَسَنَاتِ كَعَامِلِ الْحَسَنَات كُلِّهَا». رَوَاهُ ابْنُ مَاجَهْ
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেছেন যে, ইতিকাফকারী ঐ ব্যক্তির ন্যায় যে বাইরে থেকে সকল নেক কাজ করে, গুনাহ হতে বেঁচে থাকে-তার জন্য নেকী লেখা হয়। (ইবনু মাজাহ)[১]
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ১৭৮১, শু‘আবূল ঈমান ৩৬৭৮। কারণ এর সানাদে ‘উবায়দাহ্ ইবনু বিলাল একজন মাজহূল রাবী আর ফারকদ ইবনু ইয়া‘কূব আস্ সাবাখী একজন দুর্বল রাবী।