পরিচ্ছদঃ ৬.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০৭২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০৭২
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لِكُلِّ شَىْءٍ زَكَاةٌ وَزَكَاةُ الْجَسَدِ الصَّوْمُ». رَوَاهُ ابْنُ مَاجَهْ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক জিনিসেরই যাকাত আছে। শরীরের যাকাত হলো সওম। (ইবনু মাজাহ)[১]
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ১৭৪৫, ইবনু আবী শায়বাহ্ ৮৯০৮, য‘ঈফাহ্ ১৩২৯, য‘ঈফ আত্ তারগীব ৫৭৯, য‘ঈফ আল জামি‘ ৪৭২৩। কারণ এর সানাদে ‘‘মূসা ইবনু ‘উবায়দাহ্’’ সর্বসম্মতিক্রমে একজন দুর্বল রাবী।