পরিচ্ছদঃ ৬.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০৬২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০৬২
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ: نَهٰى عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘আরাফার দিন ‘আরাফার ময়দানে সওম রাখতে নিষেধ করেছেন। (আবূ দাঊদ)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৪৪০, মু‘জামুল আওসাত্ব ২৫৫৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৩৮৯, য‘ঈফাহ্ ৪০৪, য‘ঈফ আত্ তারগীব ৬১২, য‘ঈফ আল জামি‘ ৬০৬৯। কারণ এর সানাদে মাহদী আল হাজারী একজন মাজহূল রাবী।